কবিতা ।। সম্পর্ক ।। রতনতনু ঘোষ
দেখাদেখি তবু কথাহীন;ভালোলাগা, ভালোবাসা নীরবে ।এত কাছে তবু বহু দূরে;ঘরের পাশে ঘর তবু পর ।
দূরেদেশে তুমি তবু কাছাকাছি;ফেসবুকে দেখি অনুভব লেখি ।চেতনার সমুদ্রে এসে বলো,
তোমার সাথে আমি আছি ।
২৫ এপ্রিল,২০১৪ । কালজয়ী কম্পিউটাস
৫ আজিজ সুপার মাকেট , শাহবাগ , ঢাকা