পৃষ্ঠাসমূহ

স্বার্থপর

রতনতনু ঘোষ

স্বার্থপর

তুমি ছিলে প্রিয়জন শুভাকাক্সক্ষী বন্ধু অনেকের
প্রিয় কথা শোনাতে, অপ্রিয় কাজ এড়াতে।
অন্যের পছন্দ আর আগ্রহের বিষয় জানতে;
ভালোবেসে অন্যের শূন্যতা পূরণ করতে।

এখন নিজে ভালো থাকতে চাও; ভালো খেতে-পরতে চাও;
ভালো করতে চাও না অন্যের; ভালো হতে চাও না নিজে।
অন্যকে বঞ্চিত করে পেতে চাও নিজের সমৃদ্ধি;
অন্যের ক্ষতির বিনিময়েও আত্মস্বার্থ লাভে তৎপর হও।

ক্রমাগত কর্মদোষে অপ্রিয় হয়েছ সবার;
অথচ ছলচাতুরি ছাড়াই ভালো হতে পারতে,
ভালো করতে পারতে অন্যের, এমনকি নিজেরও।

নিজের ত্র“টি আড়াল করে অন্যের দোষ খোঁজো নিরন্তর;
অন্যের যা অপছন্দ তা কর সানন্দে সারাক্ষণ।
পরনিন্দা কর অবিরত; অন্যের অকল্যাণ কর প্রতিনিয়ত
নিজের দোষ লালন করে অন্যকে ঢেকে ফেলো বদনামে।
ভালো হয়ে থাকতে চাও না সুখে ও সুনামে।
নিজেকে অন্যের মধ্যে, অন্যকে নিজের মধ্যে দেখতে চাও না;
কারো দুঃখে-শোকে, দুঃসময়ে সহায়ক হতে পারো না।
অন্যের অনুগ্রহ পেয়েও অন্যকে জ্বালাও নিয়মিত;
চাইলে নিজে ভালো থেকে অন্যেরও ভালো করতে পারো ক্রমাগত।

শিক্ষকপল্লী, মোহাম্মদপুর, ঢাকা; ১২ জুন, ২০১৪