পৃষ্ঠাসমূহ

জাতিজাগরণ থেকে আত্মজাগরণ

রতনতনু ঘোষ
জাতিজাগরণ থেকে আত্মজাগরণ

পয়লা বৈশাখ আমার প্রিয় বঙ্গাব্দ।
কাল থেকে কালান্তরে এলো ১৪২১ সাল
নিজেকে আবিষ্কার করলাম আত্মজাগরণে।
গণজাগরণের শাহবাগ মঞ্চ বিগত বছরে
ছিল আন্দোলনে উষ্ণ, প্রতিবাদে উত্তাল।
নিবেদিত কর্মীরা দ্বিতীয় একাত্তর এনেছিল।
এমন বৈশাখ জমেনি কখনো;
সারাদেশে বৈপ্লবিক আনন্দের ঝড়ে
যুদ্ধাপরাধীরা অক্টোপাসে আটকে গেল।
সংস্কৃতিকর্মীরা অহিংস আন্দোলনে
শান্তির কপোত উড়িয়ে দিলো।
চারুকলার বৈশাখী উৎসব ছড়িয়ে গেল
সমগ্র ঢাকায়। বাঙালিত্বের পুনর্জাগরণে
আমিও জাগ্রত।
জাতি নববর্ষের এ দিনে উন্মুখ হয়ে আছে গণজাগরণে
উদ্দীপ্ত তারুণ্যের দিকে;
শুভ অর্জনের দৃপ্ত শপথে এগুচ্ছে বাংলাদেশ।

গণজাগরণ মঞ্চ, শাহবাগ, ঢাকা; ১০ এপ্রিল ২০১৪