পৃষ্ঠাসমূহ

দ্বিমেরু অবস্থান

রতনতনু ঘোষ

একবার ঘৃণার তুফান এলে ভালোবাসা আর হয় না সহজে;
মানুষ মাত্রই ঘৃণা আর ভালোবাসার দ্বিমেরু সহাবস্থানে।
কাকে ভালোবাসা যায় আর কাকে নয় তা সবার ব্যক্তিগত;
মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে যাওয়া
প্রিয়জন হয়ে প্রিয়জনের বিরুদ্ধে যাওয়া এ বড় দুঃসহ।

মানুষ ভালোবাসার ঊর্ধ্বে কিংবা ঘৃণার অতলে নয়;
মানুষ মানে একটি সচল অবয়ব কিংবা ধরাবাঁধা কিছু নয়;
মানুষ মুখস্থ সত্তা নয়, বেশ গভীরতাময়।
মনের এপার হতে ওপারে মানুষের যাওয়া-আসা;