পৃষ্ঠাসমূহ

দ্বিমেরু অবস্থান

একবার ঘৃণার তুফান এলে ভালোবাসা আর হয় না সহজে; মানুষ মাত্রই ঘৃণা আর ভালোবাসার দ্বিমেরু সহাবস্থানে। কাকে ভালোবাসা যায় আর কাকে নয় তা সবার ব্যক্তিগত; মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে যাওয়া প্রিয়জন হয়ে প্রিয়জনের বিরুদ্ধে যাওয়া এ বড় দুঃসহ। মানুষ ভালোবাসার ঊর্ধ্বে কিংবা ঘৃণার অতলে নয়; মানুষ মানে একটি সচল অবয়ব কিংবা ধরাবাঁধা কিছু নয়; মানুষ মুখস্থ সত্তা নয়, বেশ গভীরতাময়। মনের এপার হতে ওপারে মানুষের যাওয়া-আসা; শূন্যতায় ফুল ফোটানোর যাদুকরী ক্ষমতা তার। তবু কেন আত্মবিনাশী আয়োজনে সযতœ পরিচর্যা তার; স্বার্থের বলি হয়ে নিজেকে নিঃশেষ করার প্রবণতা বোঝা ভার। মানুষ না থাকে নিজের ভেতরে, না থাকে তার বাইরে; তার আছে সর্ববিস্তারী ক্ষমতা, বিকাশের সৃষ্টিময়তা। প্রাণপ্রাচুর্য নিয়ে সে যখন সচেষ্ট ও উচ্চকিত থাকে অবিরত দেবত্ব অর্জিত হয় তার, আর পশুত্ব মানে বশ; নিজেকে ক্ষত-বিক্ষত করার প্রয়াস তবু কেন কমে না বিশ্বে মৃত্যুঞ্জয়ী সত্তা নিয়ে কেন তবু জর্জরিত ভয়াবহ তীব্র বিষে! দৈনিক ইত্তেফাক ভবন, ঢাকা; ১১ জুন, ২০১৪