পৃষ্ঠাসমূহ

প্রকৃতি ও মানবপ্রকৃতি

এতটা ভীতি কিংবা আতঙ্ক নিয়ে চলে না জীবন; নদী পাহাড় বৃক্ষ সমুদ্র বন প্রকৃতির মূলধন। সব জলাভূমি সবার; দখলবাজ কিংবা দূষণকারীর নয়। পাহাড়চূড়ার সৌন্দর্য আর বিশুদ্ধ বাতাসের অধিকার সবার; উন্নয়নের নামে বনভূমি হত্যা কিংবা বৃক্ষকর্তন নয়; প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার পরিকল্পিত আয়োজনে মানুষের যত ভয়। ফুলের সৌরভ নিতে বাগানে এসো; বিশুদ্ধ বাতাস নিতে নদী কিংবা সমুদ্রতীরে চলো; প্রকৃতির শান্ত সবুজ সৌন্দর্য দেখতে আর নিবিড় মিতালি গড়তে এসো বনভূমির কাছে একান্তে। মানুষেরা প্রকৃতির অংশবিশেষ; প্রকৃতি করো না নিঃশেষ। প্রকৃতিময় বন্ধুত্বের জীবন মানুষের প্রয়োজন; মানবপ্রকৃতি প্রকৃতির বাইরে নয়; প্রকৃতিদ্রোহীর জয় ভয়াবহ হয়। প্রকৃতি-পরিবেশ ধ্বংস নয়, মানবিক পরিবেশেই মানুষের জয়। 
রমনা পার্ক, ঢাকা; ০৮ জুন, ২০১৪