পৃষ্ঠাসমূহ

যাদুঘর হয় জাতিঘর

রতনতনু ঘোষ

যাদুঘর হয় জাতিঘর

হে আমার সুখ-দুঃখ ভানাবিলাস তুমি কোথায় হারালে?
বিগত কাল পেরিয়ে বর্তমান ছুঁয়ে ভবিষ্যতে হাত বাড়ালে।
আমাদের ঐতিহ্যের শেকড় বিশাল গভীরে প্রোথিত;
অতীতের বিস্তার অনেকটা পরিপূর্ণ বৈচিত্র্যে মথিত।
ছড়ানো রয়েছে দৃশ্যপট বস্তুরূপ ঘটনার সাক্ষ্য নমুনার স্তূপ
সংরক্ষিত জীবনচিহ্ন ভাবনাভাস্কর্য সুবিন্যস্ত সংস্কৃতির খোদিত রূপ।
সভ্যতার অক্ষত জীবন মননের কারুকাজ যাদুঘর করে প্রদর্শন;
খুঁজি বাংলার ইতিহাস, ফিরে পাই গৌরবময় প্রতœনিদর্শন।
সমকাল পরিসরে কৃষ্টিবন্ধন ব্যাপ্ত জীবনের দীপ্তিময় স্তব;
অভিজ্ঞতায় ফুটেছে সম্পর্কগোলাপ, কমর্মময় জীবনের ঋদ্ধ বাস্তব।
স্মৃতিময় জাদুঘর যখন প্রীতিময় জাতিঘর হয় আমার পাশে
আমি থাকি জাতিসত্তার কাছে, চেতনায় অতীত রোদ হাসে।

১১ মে, ২০১৪। জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা