পৃষ্ঠাসমূহ

অনির্বাণ শিখা চিরন্তন

রতনতনু ঘোষ

অনির্বাণ শিখা চিরন্তন

বাঙালি মুগ্ধচিত্তে স্নিগ্ধ-শান্ত আলোকের শুচিরেখায়
সোহরাওয়ার্দী উদ্যানে এ ওকে, সে তাকে শিখা চিরন্তন দেখায়।
মুক্তিযুদ্ধের প্রজ্জ্বলিত চেতনা বাঙালির আত্মসন্ধান নতুন নির্মাণ;
অন্ধকারের বিরুদ্ধে সদাজাগ্রত আলোক সঞ্চারে অবিরত অনির্বাণ।
স্বাধীনতার বিজয়ী চেতনার পদপ্রান্তে অবনত অপশক্তি;
বাঙালির সাহস ও ঐক্যের প্রেরণা শিখা প্রতীকী গণমুক্তি।
অপরাজেয় বাংলাদেশের নিরন্তর জাজ্জ্বল্যমান শিখা চিরন্তন;
যতদিন দুঃশাসন ত্রাসন শোষণ ততদিন বাঙালির মুক্তিতে প্রাণপণ।
স্বাধীনতার অনলপ্রবাহে আমাদের মুক্তিমন্ত্র চিরন্তন;
বাঙালি এগুবে স্বদেশপ্রেমে; বাড়বে শান্তিমন্থন।

৯ মে, ২০১৪। শিখা চিরন্তন, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।