পৃষ্ঠাসমূহ

মানুষকে করো জয়

রতনতনু ঘোষ

মানুষকে করো জয়

সর্বত্র সন্ত্রাস, সহিংস বিশ্বের যুদ্ধময় রক্তাক্ত প্রান্তরে
মানুষ এসেছে মানুষের পাশে, গিয়েছে লাশের কাতারে।
পরিচর্যার চিরসঙ্গী রেডক্রস তুমি বন্ধু শুশ্র“ষার;
হেনরি ডুনান্ট বিশ্বাসী মানবসম্পর্কে আহত-নিহতের আত্মীয়তার।
মানুষ মাত্রই মানুষের আত্মীয় তবু চলে হানাহানি;
মানুষে মানুষে সম্প্রীতির সংকট, আছে অসাম্য-গ্লানি।
দুর্জনের সাথে দুর্বৃত্তায়নে স্বার্থের সংঘাতে কল্যাণ নেই,
মানবীয় ঐক্যের বন্ধন নেই, শান্তির প্রাচুর্য নেই।
ঝুঁকি নিয়ে রেডক্রসকর্মী এগিয়ে যায় দুর্গতের পাশে
যন্ত্রণাকাতর মৃত্যুমুখীরা চিকিৎসা পায়, সুস্থ হয়ে হাসে।
হত্যার খেলা যুদ্ধের বিভীষিকা রক্তপাত আর নয়;
মানুষ হয়ে সেবকরূপে বিপন্ন মানুষকে করো জয়।

৮ মে, ২০১৪। বাংলাদেশ রেড ক্রিসেন্ট প্রাঙ্গণ, ঢাকা।