পৃষ্ঠাসমূহ

প্রকৃতিদ্রোহ

রতনতনু ঘোষ

প্রকৃতির কাছে এলাম সহসা জরুরি আকর্ষণে;
চেনা নদী অচেনা হলো বহু বছর পর,
শহরজুড়ে বাড়ি গাড়ি তার উপর।
তাকিয়ে দেখি নদীটি নেই; আছে নদীর লাশ।
প্রশস্ত নদী চিলতে ছিলো; শীর্ণ নদী মরে গেলো।

নদীর উপর সড়ক, সড়কের উপর গাড়ি চলাচল।
মানুষের চোখে বিম্বিত হয় খুনের হলাহল।
নদীখেকোদের বহুতল বাড়ি যানজট কোলাহল;
মানুষের বিরুদ্ধে মানুষ দেখি;
প্রকৃতির বিরুদ্ধেও মানুষ এ কী!
নদীর উপর বিষাদবিন্দু দাঁড়িয়ে,
কাঁদে ফুল ও পাখি আশ্রয় হারিয়ে।
এ কী উন্নয়ন? নাকি অনুন্নয়ন!

শান্তি মঞ্জিল, ২৮ ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা; ২৮ জুন, ২০১৪