পৃষ্ঠাসমূহ

বাস্তবের ছবিময়তা

ছবিরহাটে এসে কবিতাসম্ভবা আমি সবকিছুকে ভাবি ছবি; পাশের প্রকৃতিকে মনে হয় নারীত্বময়, নারীকে মনে হয় প্রাকৃতিক কবিতা। ছবিতে আপন রূপ দেখে বিস্মিত আমি; ছবি আমাতে নাকি আমি ছবিতে! নারীর ছবিময়তা আর ছবির নারীময়তা মেনেই চিত্রকলা। বাস্তবের মানুষ ফেলে খুঁজি আমরা ছবিময় সুসজ্জিত মানুষ; তাতে না পাই প্রকৃত মানুষ; না পাই মানুষের রূপরেখা। বাস্তব ও চিত্রময় মানুষ দ্বিরেখা থেকে বহুরৈখিক সত্তায় অঙ্কিত; নতুন মাত্রায় নিজেকে দেখি আমি ছবিবাস্তবতা বাস্তবের ছবিজুড়ে কল্পিত সত্তামগ্ন হই। দেশপ্রেমিক মানুষ ও স্বদেশের ছবি দেখে আত্মহারা। সহিংসতা-ধ্বংসময়তায় থাকে না স্বদেশের ছবি কিংবা ছবিময় প্রকৃত স্বদেশ; মানবদ্রোহীদের চেতনায় পাই না মানুষের ছবি কিংবা ছবিময় মানুষ।
ছবিরহাট, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা; ০১.০৭.২০১৪