পৃষ্ঠাসমূহ

ছবিময় স্বদেশ

বিগত দিনগুলোতে ফিরে যাই স্বপ্নের পথ ধরে রুগ্ণ বাস্তবের হতাশায় খুঁজি ঐতিহ্যের রূপরেখা; নারীর পণ্যময়তা আর পণ্যের নারীময়তা ভীষণ বাণিজ্য; সলজ্জ নারীর নির্লজ্জ ছবিরূপ বাংলার নারীঐতিহ্য নয়। ঐতিহ্যের আছে চিত্ররূপ, আছে চিত্রবাস্তবতার ঐতিহ্যিক রূপ; চিত্ররূপময় বাস্তবের মানুষ খোঁজে আত্মপ্রতিচিত্র। কবির চোখে বাস্তবের সবই চিত্রময় অথবা চিত্ররূপের বাস্তবতা; স্বদেশের মাতৃরূপ আমার চিত্তভূমি, পবিত্রতার ছায়াচিত্র। স্বদেশের পবিত্র ভূমিতে কোথায় চরণ রাখি! অথচ মাতৃভূমিতেই প্রতিদিন পড়ে লাশ, রক্তের কলঙ্ক দাগ; দেশপ্রেমীগণ স্বদেশের রুগ্ণ ছবিতে বিমর্ষ ও বিধ্বস্ত। সহিংসতায় বীরত্ব নেই, মানুষ খুনে পুণ্য নেই; খুনোখুনি, জ্বালাও-পোড়াও স্বদেশের ছবি নয় কিংবা ছবিময় স্বদেশ নয়, তা জনমনের আতঙ্ক ও ভয়।
ছবিরহাট, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা; ০১.০৭.২০১৪