পৃষ্ঠাসমূহ

দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি

একই সমাজে আছে জেলে তাঁতি বস্তিবাসী কুমার কামার কৃষক শ্রমিক কুলি মজুর রিকশাচালক ধোপা নাপিত চামার। সমাজে নেই সম্মান তাদের, সভ্যতা গড়ার পরিশ্রম যাদের; দারিদ্র্য আর বঞ্চনা নিত্যসঙ্গী লাঞ্ছনা; সচ্ছলতা আসবে কবে তাদের। সবাই বলেন : তারাও মানুষ; খেটে খাওয়া সত্তা নিয়ে অতিব্যস্ত; রোদ বৃষ্টি ঝড়ে বন্যা খরায় মরে; তারা বিপদে সর্বাগ্রে ক্ষতিগ্রস্ত। সৌভাগ্য তাদের আসবে না; সুখস্পর্শও পাবে না; দৌরাত্ম্য যখন দরিদ্রতার উপেক্ষা, অসহায়ত্ব-হতাশা নিয়ে ভরসা নেই সুস্বাস্থ্যের কিংবা নিরাপত্তার। চলো বেকারমুক্ত সাম্যসমাজ গড়ি; পিছিয়ে পড়াদের অগ্রসর করি; সকলে মতৈক্য করি; সবার সহযোগিতায় কল্যাণরাষ্ট্র গড়ি। ভিক্ষা ছেড়ে কাজে এসো; স্বনির্ভর ও সুস্থ সমাজ গড়ো; সবাই তাকাও সবার দিকে; সহযোগিতার হাত ধরো।
শিক্ষকপল্লি, মোহাম্মদপুর, ঢাকা; ০১.০৭.২০১৪