পৃষ্ঠাসমূহ

বিপন্ন মানবতা

হরতালমগ্ন বিরোধী দল যখন সহিংসতায় এগিয়ে; জনগণ তখন আতঙ্কিত; রাজনীতিতে বিমুখ কিংবা পিছিয়ে। রাজনীতি কী দারুণ ব্যবসা জনজীবন নিয়ে; হরতালের সাফল্য কিংবা পূর্ণতা নিয়ে দায় সারে ধন্যবাদ দিয়ে। রাজনীতির নামে আজনীতি আর মুখরোচক বুলি; জনগণ তা খায় না; চায় না মানুষ মারতে গুলি। ভোটের জন্য নির্বাচন আর নির্বাচিত হয়ে সংসদ ছেড়ে বাইরে; এ কী গণতন্ত্র! গণকল্যাণের নামে কর্মসূচি, তবু জনগণ নাইরে। দেশ রক্ষার নামে আগুন জ্বেলে চলে মানুষ মারার রাজনীতি জনগণের টাকায় বেতন নিয়ে জনগণকে দেখায় ভয়ভীতি এ তো মানুষখেকোর দল, আনন্দে করে সহিংসতা; পাশবিকতা যত বাড়ে বিপন্ন হয় তত মানবতা। সহিংসতা আর উস্কানি সমস্যার সমাধান নয় গণতান্ত্রিক হও; জাতীয় ইস্যুতে মতৈক্য নিয়ে জনচিত্ত করো জয়।
শিক্ষকপল্লি, মোহাম্মদপুর, ঢাকা; ০১.০৭.২০১৪